Progressive Model School, Mymensingh

Founder: Dr. Faruk and Krishibid Zhanda
Maijbari Mymensingh Sadar,Mymensingh-2200
EIIN : 130827,    School Code : 1968

Sat-Thu
Mobile: 01739232493
Phone: 09166369

   

Why Choose Us? 


বিদ্যালয়ের বৈশিষ্ট্য ও উন্নয়নমূলক কাজসমূহ

১. বিদ্যালয়টিকে সর্বাধুনিক ও বিজ্ঞান সম্মতভাবে সকল ধরনের সুবিধা ও আবাসিক সুবিধা করে গড়ে তোলার লক্ষ্যে ৮৮ শতাংশ জমি স্কুলের নামে ও নিজস্ব অর্থায়নে ক্রয় করা হয়েছে। যার কার্যক্রম ক্রমান্বয়ে শুরু করা হবে।
২. বিদ্যালয়টি সম্পূর্ণ সি.সি. ক্যামেরা এবং ওয়াইফাই এর আওতাধীন।
৩. বিদ্যালয়টিকে ডিজিটাল পদ্ধতির আওতায় আনার লক্ষ্যে অনেক ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে এবং আরও পদ্ধতি চালু করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
৪. শিক্ষক/শিক্ষিকা মন্ডলী, ছাত্র/ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীদের কে ডিজিটাল স্মার্ট কার্ড প্রদান করা হয়েছে।
৫. স্মার্ট কার্ডের মাধ্যমে প্রতিদিনের উপস্থিতি গ্রহণ করা হয়। কোন ছাত্র/ছাত্রী অনুপস্থিত থাকলে তাৎক্ষনিকভাবে ম্যাসেজ অভিভাবকের মোবাইলে পৌঁছে যায়।
৬. বিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট রয়েছে যার মাধ্যমে বিদ্যালয়ের সকল প্রকার নোটিশ ও তথ্য ওয়েব সাইটে প্রকাশ করা হয়।
৭. এছাড়া অনলাইনে ভর্তি, মাসিক ফি আদায়, প্রবেশপত্র, ফলাফল ইত্যাদি আনুসাঙ্গিক কার্যক্রম ওয়েব সাইটে যাতে পাওয়া যায় তার জরুরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
৮. বিদ্যালয়ের নিজস্ব জেনারেটরের মাধ্যমে সার্বক্ষনিক বিদ্যুৎ ব্যবস্থা রয়েছে।
৯. বিদ্যালয়ের অফিস কক্ষসহ, সহাকারী প্রধান শিক্ষকের কক্ষ, পুরুষ ও মহিলা শিক্ষক মিলনায়তনের সঙ্গে প্রধান শিক্ষকের ইন্টারকম পদ্ধতি চালু আছে।
১০. বিদ্যালয়ের জন্য রয়েছে অত্যাধুনিক আইসিটি ল্যাবরেটরী। যার মাঝে রয়েছে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট।
১১. এছাড়া শিক্ষার্থীর জন্য আধুনিক বিজ্ঞান গবেষণাগার, পাঠাগার ও পাঠাগারে বঙ্গবন্ধু সম্পর্কিত ও মুক্তিযুদ্ধ বিষয়ক অনেক বই সম্বলিত বঙ্গবন্ধু কর্ণার রয়েছে।
১২. মাঠ স্বল্পতার কারণে প্রতিষ্ঠানের নিজস্ব ভবনে সাউন্ড সিষ্টেমের মাধ্যমে নিয়মিত এসেম্বলি কার্যক্রম পরিচালিত হয়।
১৩. মাল্টিমিডিয়া ক্লাসের জন্য পর্যাপ্ত প্রজেক্টর, ল্যাপটপ রয়েছে। যার মাধ্যমে প্রতিদিন প্রতি ক্লাসে অনেক মাল্টিমিডিয়া ক্লাস করানো হয়।
১৪. সাধারণ ক্লাসের পাশাপাশি প্রজেক্টরের মাধ্যমে মাল্টিমিডিয়া ক্লাসের সু-ব্যবস্থা রয়েছে।
১৫. বিদ্যালয়ের শিক্ষার্থীদের গভীর নলকূপের সুপেয় পানির ব্যবস্থা রয়েছে।
১৬. সহ: শিক্ষা কার্যক্রমে এ প্রতিষ্ঠানের রয়েছে নিজস্ব স্বকীয়তা ও অনন্য দৃষ্টান্ত।

President Message 


President 
Details...

Headmaster Message 


MD. ZAKIRUL BASHAR AKRAM 
Details...

Why Choose Us? 


Our Features 
Details...